সান্তনার জয়ের জন্য বদ্ধপরিকর ইংল্যান্ড

 

মাথাভাঙ্গা মনিটর: অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে সান্ত্বনার জয়ের জন্য ইংল্যান্ড ক্রিকেট দল মরিয়া বলে জানালেন ওপেনার মার্ক স্টোনম্যান। আজ বৃহস্পতিবার থেকে সিডনিতে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার অ্যাশেজ সিরিজে শেষ ম্যাচটি। প্রথম তিন ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছে ইংলিশরা। চতুর্থ টেস্ট ড্র হলেও সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ জয়ের জন্য দল উদগ্রীব হয়ে ওঠেছে বলে জানান স্টোনম্যান, ‘এই সিরিজে আমাদের এখনো কিছু পাবার আছে। জয় দিয়ে সিরিজ শেষ করতে পারলে দারুণ হবে। ওয়ানডে সিরিজে ফুরফুরা মেজাজে খেলতে নামতে পারবো।’

১০ উইকেটের জয় দিয়ে এবারের অ্যাশেজ সিরিজ শুরু করে অস্ট্রেলিয়া। এরপর ১২০ রানে এবং ইনিংস ও ৪১ রানের জয়ে দুই ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ পুনরুদ্ধার করে অসিরা। তাই সিরিজের শেষ দুই ম্যাচ নিয়মরক্ষায় পরিণত হয়। নিয়মরক্ষার ম্যাচেও জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে অস্ট্রেলিয়া। কারণ, সিরিজ জয় নিশ্চিত হবার পর ইংল্যান্ডকে হোয়াইয়টওয়াশের লক্ষ্য নির্ধারণ করে অসিরা। তবে মেলবোর্নে বক্সিং-ডে টেস্টে অস্ট্রেলিয়ার সেই স্বপ্ন গুঁড়েবালি হয়ে যায়। কারণ, দু’দলের ব্যাটসম্যাদের দাপটে টেস্টটি শেষ পর্যন্ত ড্র হয়। পুরো সিরিজের মধ্যে এই ম্যাচেই অস্ট্রেলিয়ার ওপর আধিপত্য বিস্তার করে খেলতে পারে ইংল্যান্ড।