মলমপার্টি

আহাদ আলী মোল্লা

গাড়ি ঘোড়া যানবাহনে চড়ছে
মলমপার্টির কবলে লোক পড়ছে
পয়সা কড়ি যাচ্ছে খোয়া
মানুষে হুঁশ হারায়,
ভাব ফুটানির সঙ্গে ঘোরে
মলমপার্টি তারাই।

হাটবাজার ও কোর্টকাছারির কাছে
ওই বেটারা ফন্দি করে আছে
খাতির জমায় কাছে এসে
দেখছে কত কার আয়,
ভাব ফুটানির সঙ্গে ঘোরে
মলমপার্টি তারাই।

করছে প্রভাব বিস্তার;
নেই তো তাদের নিস্তার।

সূত্র: (চুয়াডাঙ্গায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন এক কাঁচামাল ব্যবসায়ী)