দামুড়হুদার সুলতানপুর বিজিবির মাদকবিরোধী সফল অভিযান

ঝাঁজাডাঙ্গার ইমরান ১১ কেজি গাঁজাসহ আটক ॥ ৫ জনের বিরুদ্ধে মামলা
দর্শনা অফিস: দামুড়হুদার সুলতানপুর বিজিবি সদস্যরা মাদকবিরোধী সফল অভিযান চালিয়েছে। এ অভিযানে ১১ কেজি গাঁজাসহ আটক করেছে অভিযুক্ত ৪ মাদককারবারিকে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টায় দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সুলতানপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার বিরেন্দ্রনাথ দত্ত গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান ইউনিয়নের ঝাঁজাডাঙ্গা তিন রাস্তার মোড় নামকস্থানে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, এ অভিযানে আটক করা হয়, ঝাঁজাডাঙ্গা গ্রামের আ. কুদ্দুসের ছেলে ইমরান হোসেনকে আটক করা হয়। এসময় পালিয়ে গেছে আরও ৪জন অভিযুক্ত মাদককারবারি। ইমরানের কাছ থেকে ১১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধারের তথ্য দিয়ে বিজিবি। এ ঘটনায় হাবিলদার বিরেন্দ্রনাথ দত্ত বাদী হয়ে ইমরানসহ ৫ জনের বিরুদ্ধে গতকালই দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। মামলার পালাতক আসামিদের তালিকায় রয়েছেন, ঝাঁজাডাঙ্গা গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে হোসেন আলী, বদিয়ার রহমানের ছেলে ফজলু মিয়া, আব্দুল্লাহর ছেলে নাজমুল হোসেন ও দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুরের ফনে শেখের ছেলে শহিদুল ইসলাম।