চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন
মাথাভাঙ্গা ডেস্ক: জাতীয় সমাজ সেবা দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘নারী পুরুষ নির্বিশেষ, সমাজসেবায় গড়বো দেশ’।
চুয়াডাঙ্গায় গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদিক্ষণ করে জেলা সমাজসেবা কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় আলোচনাসভা ।
জেলা সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক এসএম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, শহর সমাজসেবা উন্নয়ন প্রকল্প পরিষদের সভাপতি শহিদুল ইসলাম শাহান ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল বক্তব্য রাখেন। এছাড়া চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাসরেকুল আলম, জাহাঙ্গীর আলম, মাহবুল ইসলাম সেলিম ও বিল্লাল হোসেন বক্তব্য রাখেন। এ সময় ৪টি এতিমখানার মধ্যে কম্বল ও বয়স্ক ভাতার কার্ড বিতরণ করেন প্রধান অতিথি জিয়াউদ্দীন আহমেদ। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, সমাজের অসহায় মানুষদের জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজকে বাল্যবিয়ে মুক্ত, ভিক্ষুকমুক্ত ও কেউ যেনো গৃহহীন না থাকে সেজন্য সরকার ঘর করে দিচ্ছে। সরকারের উন্নয়ন কর্মসূচিতে অসহায় মানুষদের বেশি বেশি সম্পৃক্ত করতে হবে। একে অপরকে সহযোগিতা করতে হবে। এমন যেনো না শুনি ৮০ বছর বয়স হয়েছে অথচ সেই ব্যক্তি বয়স্ক কার্ড পায়নি। সরকার পল্লি অ্যাম্বুলেন্স চালু করেছে গ্রামের মানুষদের জন্য। কেউ অসুস্থ হলে গ্রাম থেকে অসুস্থ মানুষকে চিকিৎসা সেবা দিতে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে পারে। সরকার শিশু মৃত্যুর হার কমিয়েছে। যেকোনো অসঙ্গতি সাংবাদিকরা ধরিয়ে দেবেন। জনপ্রতিনিধিরা সমাজসেবায় ভুমিকা রাখতে পারেন। সবাই মিলে গড়বো দেশ, সারাদেশের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবো। যেসকল মানুষের ৩ থেকে ১০ শতক জমি আছে এমন দরিদ্র ব্যক্তির জমি আছে অথচ বাড়ি বানাতে পারছে না, সরকার তাদের বাড়ি বানিয়ে দিচ্ছে। ইতোমধ্যে আলমডাঙ্গা উপজেলায় ১৫০ জন গৃহহীনের বাড়ি নির্মাণ করে দেয়া হয়েছে। বর্তমান সরকারের লক্ষ্য ২০২১ সালের মধ্যে দেশে কেউই গৃহহীন থাকবে না।’
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন। বিশেষ অতিথি ছিলেন ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান কাওছার আহমেদ বাবলু, নাগদাহ ইউপি চেয়ারম্যান দারুস সালাম, আইলহাস ইউপি চেয়ারম্যান মিনাজ উদ্দিন, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, বেলগাছি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, ডাউকি ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, জেহালা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রোকন, উপজেলা শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকার, পরিবার পরিকল্পনা অফিসার আব্দুস সাত্তার। পরিচালনা করেন সমাজ সেবা অফিসার আবু তালেব।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে সকালে উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনাসভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু. মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার আফাজ উদ্দিন। উপজেলা পল্লি জীবিকায়ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা শামনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় এ ছাড়াও বক্তব্য রাখেন মহিলা কাউন্সিলর রিজিয়া খাতুন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসানের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, উপজেলা কৃষি কর্মকর্তা সুফি মো. রফিকুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, সমাজসেবা অফিসার ছানোয়ার হোসেন, উপজেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তাবয়ন কর্মকর্তা আশরাফ হোসেন, উপসহকারী প্রকৌশলী (দুর্যোগ) মো. নুরুজ্জামান, প্রকল্প কর্মকর্তা (বিআরডিবি) মাসুদার রহমান, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল ইসলাম, উপজেলা সমবায় অফিসার অশোক কুমার বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অফিস সহকারী নাজমুল ইসলাম।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে র্যালি ও আলোচনা সভা করেছে গাংনী উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর। র্যালি শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে আলোচনাসভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অফিসার তৌফিকুর রহমান।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগরে দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার। সমবায় অফিসার নাছিমা খাতুন, পল্লি উন্নয়ন অফিসার আনোয়ার হোসেনসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সমাজসেবার অফিসের সদস্যরা র্যালি এবং আলোচনা সভায় অংশ নেয়।
মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, মহেশপুর উপজেলা সমাসেবা অফিসের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে উপজেলা পরিষদে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. নবী নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আইনাল হক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু তালহা, মহেশপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক বুলু, উপজেলা যুবলীগের আহ্বায়ক আতিয়ার রহমান আতি প্রমুখ। এর আগে বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
কোটচাঁদপুর প্রতিনিধি জানিয়েছেন, কোটচাঁদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে গতকাল জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনাসভার আয়োজন করা হয়। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানার সভাপতিত্বে আলোচনাসভায় সূচনা বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম। আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শরিফুন্নেছা মিকি, পৌর আওয়ামী লীগ নেতা ফারজেল হোসেন ও মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, সমাজসেবা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি স্থানীয় শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ফরিদ আহমেদ। র্যালি শেষে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের যৌথ আয়োজনে এক আলোচনাসভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক দেলোয়ার হোসেন। সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনের অনুপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসান।
সমাজসেবা কর্মকর্তা মাহজাবেন ক্যামি ও মামুন হোসেনের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সভার সভাপতি দেলোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন জনস্বাস্থ্য প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী আব্দুল গাফফার মোল্লাহ, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, সেভ দ্যা চিলড্রেনের প্রতিনিধি ডা. রমেন দাশ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হাজি আশকার আলী, জেলা ব্র্র্যাক প্রতিনিধি মোশারফ হোসেন, মেহেরপুর এনজিও সমিতির সভাপতি মোশারফ হোসেন এবং উপকারভোগী আনারুল হোসেন প্রমুখ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র্যালি ও আলোচনাসভায় অংশ গ্রহণ করেন।