মেলাও হাতে হাত

-আহাদ আলী মোল্লা

নির্বাচনের ঝোড়ো হাওয়ায়
হবে বছর পার,
আন্দোলনের উত্তাপে পথ
হয় তো বা অঙ্গার-
হতেও পারে তাই;
সমঝোতা চাই চাই।

ভাল্লাগে না জ্বালাও পোড়াও নীতি
চাই শুধু সম্প্রীতি,
মারামারি হানাহানির
চাই এখনই ইতি।

রাজনীতি খুব ভালো তবে
ঘাটতি হলো নীতির,
কারণটা তার মধ্যে থাকে
আতঙ্ক; ভয়ভীতির।

মেলাও হাতে হাত;
যাক কেটে যাক আঁধার জ্বরা
হামলা বা সংঘাত।
সূত্র: (নতুন বছরজুড়ে থাকবে নির্বাচনী উত্তাপ)