চুয়াডাঙ্গা বারে নব-নির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ দায়িত্বভার গ্রহণ করেছে। গতকাল সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতির কনফারেন্স রুমে এ দায়িত্বভার হস্তান্তর করা হয়। এ সময় নব-নির্বাচিত সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আ.স.ম আব্দুর রউফসহ নতুন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ২৭ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০১৮ অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সম্মিলিত আওয়ামী আইনজীবী ও সমমনা পরিষদ সভাপতিসহ ৬টি পদে এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক পদসহ ৯টি পদে জয়লাভ করে। দায়িত্বভার গ্রহণ করেন সভাপতি নুরুল ইসলাম, সহ-সভাপতি সিরাজুল ইসলাম (১) ও মামুন আকতার, সাধারণ সম্পাদক আ.স.ম. আব্দুর রউফ, যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান ও হেমায়েত উল্লাহ বেল্টু। কার্যকরী সদস্য পদে আনারুল হক, নাসির উদ্দিন (৩), রুবিনা পারভীন রুমা, মাসুদ পারভেজ রাসেল, আবু তালেব বিশ্বাস, শাহজামাল জামাল, শাহিন আকতার, তুহিন আহমেদ ও আতিয়ার রহমান (২) ।
অনুষ্ঠানে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মহ: শামশুজ্জোহা, সাবেক সভাপতি সেলিম উদ্দিন খান, এমএম শাহজাহান মুকুল, সাবেক সেক্রেটারি শামীম রেজা ডালিম ও সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, মইনুদ্দিন মইনুল, রফিকুল আলম রান্টু, নাজমুল হাসান লাভলু ও রফিকুল ইসলামসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।