স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক দায়িত্বভার গ্রহণ করেছেন। গতকাল সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে দায়িত্বভার হস্তান্তর ও গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দায়িত্বভার গ্রহণের পর নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, খুব শিগগিরই বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শপথ ও অভিষেক সম্পন্ন করা হবে।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচন-২০১৭ (২০১৮-১৯ মেয়াদে) সম্পন্ন হয় গত ৩০ ডিসেম্বর। গতকাল সোমবার দায়িত্বভার হস্তান্তর করেন ক্লাবের মেয়াদপূর্ণ কমিটির সভাপতি আজাদ মালিতা, সাধারণ সম্পাদক ফাইজার চৌধুরী ও অর্থ সম্পাদক আতিয়ার রহমান। গ্রহণ করেন নবনির্বাচিত কমিটির সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচিসহ কমিটির নেতৃবৃন্দ। এছাড়াও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের দায়িত্বভার হস্তান্তর করেন বিদায়ী কমিটির সভাপতি মাহাতাব উদ্দীন। গ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহ আলম সনিসহ নবনির্বাচিত নেতৃবৃন্দ। দায়িত্বভার হস্তান্তরের সময় হস্তান্তরকারী তথা বিদায়ি কমিটির সভাপতি ও নতুন কার্যকরী কমিটির সদস্য মাহাতাব উদ্দীন বলেন, দায়িত্ব হস্তান্তরের মধ্যদিয়ে আজ আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ায় নতুন কমিটি দায়িত্ব পেলো। সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নির্বাচনও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাথে সাথেই তফশিল ঘোষণাসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়।