কোটচাঁদপুরের পল্লিতে শর্ট সার্কিটে দুটি বসত ঘর ভস্মীভূত ॥ লক্ষাধিক টাকার ক্ষতি

কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর উপজেলার ফুলবাড়ি গ্রামে গতকাল সোমবার সন্ধ্যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একই পরিবারের দুটি বসত ঘর ভস্মীভূত হয়েছে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ফুলবাড়ি গ্রামের মিলনের পরিবারের লোকজন সন্ধ্যায় টেলিভিশন দেখার উদ্দেশে প্লাগে বৈদ্যুতিক সংযোগ দিলে মুহূর্তে শর্ট সার্কিট থেকে ঘরে আগুন ধরে যায়। ঘরের শীতবস্ত্র ও আসবাবপত্রে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আগুন পাশের ঘরে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের লিডার আলাউদ্দীন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি। তবে বলুহর ইউপি চেয়ারম্যান আ. মতিন জানান, টিনশেড ও দুটি ঘরসহ প্রায় দুই লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।