সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের দত্তাইল শুম্ভুনগর মহাম্মদজমা কৌদাপাড়া ঈদগার ভুয়া সভাপতি সেজে জেলা পরিষদের ১লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলেছে গ্রামবাসী। এই ঈদগার ভুয়া সভাপতি সেজে শুম্ভুনগর গ্রামের মৃত হাবিবুর রহমান মোল্লার ছেলে চুয়াডাঙ্গা জেলা পরিষদের মেম্বার মাহাবুবুর রহমান মোল্লা। জেলা পরিষদের বরাদ্দকৃত ২লাখ টাকার মধ্যে থেকে গত ৪জুন অগ্রণী ব্যাংক চুয়াডাঙ্গা কেদারগঞ্জ শাখা থেকে ১লাখ টাকা উত্তোলন করে কোনো কাজ না করে নিজেই আত্মসাত করেছেন। এব্যাপারে গ্রামের একাধিক ব্যক্তি জানান যিনি এই প্রতিষ্ঠানের সভাপতিই নয় তিনি কিভাবে জেলা পরিষদের বরাদ্দকৃত টাকা উত্তোলন করেন। এ বিষয়ে ঈদগা কমিটির সভাপতি কুতুবপুর ইউপির সাবেক মেম্বার আক্তার হোসেনের নিকট জানতে চাইলে তিনি জানান, মাহাবুবুর রহমান মোল্লা আগেও ঈদগার গাছ বিক্রিসহ ইউপির বরাদ্দকৃত টাকা আত্মসাত করেছিলো। এ বিষয়ে চুয়াডাঙ্গা কোর্টে আমি বাদী হয়ে মামলা করেছি সেই মামলা এখন চলমান রয়েছে, এরই মধ্যে জেলা পরিষদের বরাদ্দকৃত ১লাখ টাকা উত্তোলন করে কোনো কাজ না করে আত্মসাত করেছে। কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহম্মদ হাসানুজ্জামান মানিক জানান, এ বিষয়ে গ্রামবাসী আমাকে জানিয়েছেন, বিষয়টি জেলা পরিষদের হওয়ায় আমার কিছুই করার থাকে না। এলাকাবাসীর দাবি এ ব্যাপারে জেলা পরিষদের চেয়ারম্যানের সুদৃষ্টি দেয়া প্রয়োজন।
উল্লেখ্য, এর আগেও কুতুবপুর ইউপির মেম্বার থাকাকালীন শুম্ভুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিআর প্রকল্পের ২টন চাল ভুয়া সভাপতি সেজে আত্মসাত করেন। বিষয়টি নিয়ে এলাকাবাসী সাবেক চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিনের নিকট অভিযোগ দিলে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে প্রকল্পের কাজ করতে বাধ্য হন। জেলা পরিষদের মেম্বার মাহাবুবুর রহমান একটি চাঁদাবাজি মামলায় বর্তমানে জেলহাজতে আছেন।
চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক জাহিদুল ইসলামের বিদায় সংবর্ধনা
স্টাফ-রিপোটার: চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক জাহিদুল ইসলামের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার মিটিঙ রুমে বিদায় সংবর্ধনার আলোচনা অনুষ্ঠানে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদফতরের বিদায়ী উপ-পরিচালক জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক মাসুম আহম্মেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, আত্মবিশ্বাসের প্রশাসনিক কর্মকর্তা শাহেদ হাসান হালিম, আকাঙ্খার নির্বাহী পরিচালক শাহীন সুলতানা মিলি, ঐশ্বী সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক এএইচএম মোজাম্মেল হক, ইনসাফ সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক টিপু সুলতান, উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের ক্রেডিট সুপারভাইজার আসাদুজ্জামান ও জহুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পল্লি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইলিয়াছ হোসেন। আলোচনা শেষে বিদায়ী চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক জাহিদুল ইসলামকে যুব সংগঠনের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।