চুয়াডাঙ্গা রেলপাড়ায় গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা রেলপাড়া স্টুডেন্টস ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান, কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টায় রেলপাড়া চাঁদ-মানিক মাঠে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা সেখ আ. কাদের, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক সাংবাদিক ইসলাম রকিব, যুবলীগ নেতা শামীম আহম্মেদ সুমন, নুরুজ্জামান টুটুল, এসএম লিটন, জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি রুবাইয়েত বিন আজাদ সুস্থির, সমাজসেবক মেহেদী আল-মাসুদ ও কামরুজ্জামান তালু। চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মিরাজুল ইসলাম কাবার পরিচালনায় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রিকেট দলের অধিনায়ক ইমরান হোসাইন, জেলা ফুটবল দলের অধিনায়ক সোহেল রানা, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ আহ্বায়ক মাসুদুর রহমান মাসুম, ছাত্রলীগ নেতা সাহাবুল, রিমন, ফিরোজ, সোহেল কায়েস, আ. রহমান, খালিদ মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ হকি দলের সাবেক ম্যানেজার জাতীয় ক্রীড়া সংগঠক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত। শিক্ষিত মানুষ ছাড়া শিক্ষিত জাতি তৈরি করা যায় না। তাই দেশ ও জাতির উন্নয়নে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিনামূল্যে বই বিতরণের পাশাপাশি ডিগ্রি পর্যন্ত শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করেছেন। ব্যক্তি উদ্যোগে চুয়াডাঙ্গা রেলপাড়া স্টুডেন্টস ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশনের মাধ্যমে গরিব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে যে উপবৃত্তি প্রদান করা হচ্ছে তা অবশ্যই প্রশংসার দাবিদার। একই সাথে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদেরকে সাধারণ জ্ঞানে পারদর্শী করার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আলোচনা অনুষ্ঠান শেষে উপবৃত্তি প্রাপ্ত ও কুইজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া। উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলো পূর্বা, রুপক, ওহিদ প্রমুখ। এছাড়া কুইজ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার লাভ রাকিমুল ইসলাম রাকিম ও সাবিত। এ ছাড়া বিজয়ী প্রথম ১০জনকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দর্শনা সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সঙ্গীত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান আয়োজনে সার্বিক ব্যবস্থাপনায় ছিলো চুয়াডাঙ্গা রেলপাড়া স্টুডেন্টস ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশনের সমন্বয়ক সিয়াম জোয়ার্দ্দার, রাজন, খাইরুল, মিশু, সাইফ প্রমুখ।

Leave a comment