চুয়াডাঙ্গা এসএসসি ১৯৮৯ ব্যাচের শিক্ষার্থীদের পারিবারিক মিলন মেলা

স্টাফ রিপোর্টার: ড্রিম আনলিমিটেড চুয়াডাঙ্গার আয়োজনে ডিসি ইকো পার্কে এসএসসি ১৯৮৯ ব্যাচের শিক্ষার্থীদের পারিবারিক মিলন মেলা বসেছিলো। গতকাল শুক্রবার দিনব্যাপী বন্ধুরা পরিবার পরিজন নিয়ে মেতেছিলো আনন্দে। ২৮ বছর পূর্বের নানা স্মৃতি নিয়ে গল্পে মশগুল ছিলো তারা। এ উপলক্ষে বিগত একমাস ধরে অনুষ্ঠানের প্রস্তুতি। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বন্ধুরা এসে চুয়াডাঙ্গা শহরের হাসপাতাল সড়কের হাছুমা কটেজে অস্থায়ী কার্যালয়ে জড়ো হয়।
ড্রিম আনলিমিটেড এসএসসি ১৯৮৯ ব্যাচের প্রধান সমন্বয়ক শামীম রেজা বলেন, এসএসসি ১৯৮৯ ও এইচএসসি ১৯৯১ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গড়ে তোলা হয়েছে সংগঠনটি। নিজেদের মধ্যে বন্ধন সুদৃঢ় করায় আমাদের লক্ষ্য। গতকাল শুক্রবার সকাল ৮টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে জড়ো হতে শুরু করে ড্রিম আনলিমিটেড বন্ধুরা। ১০টি বাস ৩টি মাইক্রো ও ২টি প্রাইভেট কারের বিশাল বহর নিয়ে দামুড়হুদা ডিসি ইকো পার্কের উদ্দেশে যাত্রা শুরু করা হয়। সকাল সাড়ে ৯টায় ইকো পার্কে পৌঁছে খাবার খেয়ে শুরু হয় গল্প ও আড্ডার পালা। সংগঠনের ৯১জন বন্ধু তাদের স্ত্রী ও সন্তান মিলে প্রায় সাড়ে ৩শ’ জন চড়ুইভাতিতে অংশ নেয়। শিক্ষক নূর হোসেন ও মুক্তার আলীর উপস্থাপনায় আড্ডার ফাঁকে ফাঁকে করা হয় পরিচয় আদান-প্রদান। অপরদিকে, বাচ্চারা নানান রাইডে চড়ে মজা করতে থাকে। মেয়েদের জন্য খেলানো হয় বালিশ বদল। শেষে করা হয় র‌্যাফেল ড্র। ৬০ জন ভাগ্যবান র‌্যাফেল ড্রতে পুরস্কার লাভ করে। আগামীতে অনুরুপ অনুষ্ঠান করার কথা পুনর্ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা শিক্ষক মাহফুজুল হোসেন উজ্জ্বল, ডা. আসাদুর রহমান মালিক খোকন, ব্যাংকার সাহিন কবির, বিদ্যুত বিশ্বাস, জাকির হোসেন, ঈমন, আসাদুল হক বটুল, ডা. শামিম কবির, পবিত্র কুমার আগরওয়াল, মোস্তাফিজুর রহমান শামিম, বাবু চৌধুরী, এজাজ হোসেন, সাংবাদিক বিপুল আশরাফ প্রমুখ উপস্থিত ছিলেন।