চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৪ : ১ জন রেফার্ড

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১জনকে ঢাকায় রেফার করা হয়েছে। আহতরা হলেন, দামুড়হুদার রতনপুর মিশনপাড়ার রঞ্জিতের ছেলে মিলন (২৭), চুয়াডাঙ্গা জেলা শহরের পৌর এলাকার হাজরাহাটি শেখপাড়ার গফুরের ছেলে পানচাষি হাসেম আলী (৪৫), আলমডাঙ্গার খাদিমপুর মাঠপাড়ার মৃত বাহাদুর ম-লের ছেলে হামিদুল হক (৪৫) ও আলমডাঙ্গা কয়রাডাঙ্গা স্কুলপাড়ার শহিদুল ইসলামের ছেলে মখলেছুর রহমান (২৪)। গতকাল বৃহস্পতিবার তারা পৃথক সড়ক দুর্ঘটনায় আহত হয়। তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে পানচাষি হাসেম আলীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রতনপুর মিশনপাড়ার মিলন মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা থেকে মাগুরা যাচ্ছিলেন। পথিমধ্যে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ডিঙ্গেদহ তেলপাম্পের অদূরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপরে আছড়ে পড়ে আহত হন। অপর ঘটনায় হাজরাহাটির হাসেম আলী গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় চুয়াডাঙ্গা জেলা সদরের নীলমনিগঞ্জ পানের হাট থেকে পান বিক্রি করে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের বোয়ালমারী নামকস্থানে পৌঁছুলে পিছন থেকে দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যায়। পিছন থেকে অপর একটি ট্রাকের সামনের চাকা তার ডান হাতের ওপর দিয়ে চলে যায়। দুর্ঘটনায় হাসেম আলীর ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে, খাদিমপুরের হামিদুল হক বাইসাইকেল চালিয়ে ভালাইপুর নামকস্থান থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ভালাইপুর-আসমানখালী সড়কের খাদিমপুর মোড়ে পৌঁছুলে অপরদিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক কয়রাডাঙ্গার মখলেছুর রহমান ও বাইসাইকেল চালক হামিদুল হক গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আহতদের মধ্যে হাসেম আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগের চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।