জীবননগর আন্দুলবাড়িয়ায় উথলী বিজিবির সফল অভিযান ৪ হাজার ৫৭৮ বোতল ফেনসিডিলসহ ট্রাক আটক

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়াতে সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে উথলী বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা। অভিযানকালে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ একটি ট্রাক আটক করা হয়। গতকাল বুধবার ভোরে উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের বেলতলা রেলগেটের কাছ থেকে ট্রাকসহ এ ফেনসিডিল আটক করা হয়।
বিজিবিসূত্রে জানা যায়, উথলী বিশেষ ক্যাম্পের কমান্ডার হাবিলদার আবু তালেব গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে গতকাল ভোর ৪টায় উপজেলার সন্তোষপুর বাসস্ট্যান্ডে ওৎপেতে বসে থাকেন। এ সময় বিজিবি সদস্যরা আন্দুলবাড়িয়াগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২০-১১৪২) দাঁড়ানোর জন্য সংকেত দেন; কিন্তু ট্রাকচালক বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত গতিতে ট্রাকটি চালিয়ে আন্দুলবাড়িয়া বাজারের দিকে নিয়ে যান। এ সময় বিজিবি সদস্যরা ট্রাকের পেছনে ধাওয়া করলে এক পর্যায়ে ট্রাকের চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে ট্রাক থেকে ৩০ বস্তায় ভরা ৪ হাজার ৫৭৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬৩ লাখ টাকা বলে হাবিলদার আবু তালেব নিশ্চিত করেছেন।