শাহাদাৎ হোসেন লাভলু: আলমডাঙ্গার ভোগাইল বগাদীতে অনুষ্ঠিত হলো বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। গ্রাম্য নানা শিল্প-সংস্কৃতির প্রধান অনুসঙ্গ হিসেবে লাঠি খেলা ছিলো খুবই আকর্ষণীয়। কালক্রমে হারিয়ে যাওয়া এ লাঠি খেলা দেখতে ভিড় করে নানা বয়সের মানুষ। একসময় লাঠি খেলা ছিলো গ্রামবাংলার মানুষের কাছে জনপ্রিয় খেলা। গ্রাম্য নানা শিল্প-সংস্কৃতির মাঝে লাঠে খেলা ছিলো গ্রামবাংলার সাধারণ মানুষের চিত্তবিনোদনের একমাত্র উৎস। তিন দলের অংশগ্রহণে গতকাল বুধবার সকাল ১০টার দিকে গ্রামবাসী ভোগাইল বগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করে। খেলায় গাংনী ইউনিয়নের সাহেবপুর একাদশ ও ভাংবাড়িয়া ইউনিয়নের বগাদী একাদশ এবং ভোগাইল একাদশ অংশ নেয়। খেলা শেষে আলোচনাসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিবার রহমান। প্রধান অতিথি ছিলেন দেলোয়ার জাহান ঝন্টু। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গার থানার এসআই মহাব্বত আলী, বড়গাংনী বাজার পুলিশ তদন্তকেন্দ্রর টুআইসি সুমন আলী, হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের টুআইসি রওশন আলী, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য কাজল রেখা, ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন, ভোগাইল বগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নেজাদ আশরাফী সোহান মিয়া, ভোগাইল বগাদী মাধ্যমিক বিদ্যলয়ের সভাপতি হাফিজুর রহমান মিয়া। এ সময়ে উপস্থিত ছিলেন, হাসিবুল ইসলাম, আরিফুজ্জামান, মোকাদেস, মারফত আলী, ইলিয়াস, সাগার, তহিমুর বিশ্বাস, আলিহিম, শুকুর, ওদুদ, কাসেম, ইদ্রিস, আরিফুল ইসলাম সালাম, খোকন, লিংকন মিয়া, সবুজ, লাখি, তাফিম, শুভ প্রমুখ। খেলা সঞ্চালনা ছিলেন টিপুল হোসেন।