স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে প্রথমা একাদশ ক্লাব। গতকাল সন্ধ্যার পর চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।
অভিনন্দন জানানোর সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা মালোপাড়ার প্রথমা একাদশ ক্লাবের আহ্বায়ক তপন চ্যাটার্জি, সদস্য সাঈদ হোসেন সুমন, জাকির হোসনে তাজু, আলামিন, সুমন হালদার, জিল্লু, বিষ্ণু হালদার ও মিঠুন হালদার। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সরদার আল আমিন ও সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিট সভাপতি রফিকুল ইসলাম ফুলেল শুভেচ্ছা গ্রহণের সময় প্রথমা একদশ ক্লাবের বর্তমান কর্মকা- সম্পর্কে জানতে চান। ভালো কোনো উদ্যোগ নিলে সহযোগিতা করা হবে বলে প্রতিশ্রুতি দেন সাংবাদিক নেতৃবৃন্দ।