স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ের ৪৭তম জাতীয় আন্তঃস্কুল-মাদরাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে সমাপনীদিনে অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর উপজেলা শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা ও একাডেমিক সুপারভাইজার সোহেল আহম্মেদ। দিনব্যাপী বালক-বালিকাদের ৩৩টি ইভেন্টের প্রতিযোগিতা শেষে বিকেল ৪টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াসীমুল বারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন, রানারআপ ও ব্যক্তিগত ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহম্মেদ ও সাবেক প্রধান শিক্ষক ওয়ালি উল্লাহ সিদ্দিক। প্রধান অতিথির বক্তব্যে ওয়াশীমুল বারী বলেন, ‘যারা খেলাধুলা করেন তারা সুন্দর মনের মানুষ হয়। আর সুন্দর মনের মানুষরা সামাজিক যে কোনো অবক্ষয়, মাদক, জঙ্গিবাদসহ নানা অনাচার থেকে দুরে থাকে। সদর উপজেলা শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ ও শারীরিক শিক্ষার শিক্ষকগণ। খেলার ধারাভাষ্য প্রদান ও অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষক নুর হোসেন, রউফুননাহার রিনা ও ইসলাম রকিব।