আলমডাঙ্গায় ইয়ারগানের গুলিতে ৯বছরের শিশু তুহিন মারাত্মক আহত

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা ওসমানপুর গ্রামের ইয়ারগানের গুলি গলার নলিতে লেগে ৯বছরের শিশু তুহিন মারাত্মক আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পাশের বাড়ির এক যুবক ইয়ারগান নিয়ে হাত ঠিক করতে গিয়ে তার গলায় গুলি করে। ইয়ারগানের গুলিতে আহত তুহিনকে প্রথমে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করে।
জানা গেছে, উপজেলার ওসমানপুর গ্রামের দারুল ইসলামের ছেলে তুহিন (৯) গতকাল মঙ্গলবার সন্ধ্যায় খেলা করতে বাড়ির বাহিরে যায়। একই গ্রামের জুয়েলের ছেলে হৃদয় তার মামা বাড়ি মালিহাদ থেকে পাখি মারার জন্য ইয়ারগান নিয়ে আসে। সন্ধ্যায় তার এক বন্ধু একই গ্রামের ফকির চাদের ছেলে সোহান ইয়ারগান নিয়ে হাত ঠিক করার জন্য ইয়ারগানে গুলি লোড করে তুহিনের দিকে তাক করে। এসময় সোহানের হাতে টিগারে টিপ লেগে গুলি বের হয়ে তুহিনের গলার নলিতে লাগে। গুলি বিদ্ধ হয়ে মারাত্মক আহত হয় তুহিন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদীতে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তুহিনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করে। আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদীর কর্তব্যরত চিকিৎসক সহকারী মেডিকেল অফিসার ডা. আবুল কালাম আজাদ বলেন, তুহিনের গলায় গুলিটি লেগে ফুটে আছে। পরীক্ষা না করে কিছু বলা যাচ্ছে না তাই তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।