চুয়াডাঙ্গা ফেরিঘাট রোডের বিশিষ্ট ব্যবসায়ী নিমাই চন্দ্র দে প্রয়াত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বড়বাজার ফেরিঘাট রোডের বিশিষ্ট ব্যবসায়ী নিমাই চন্দ্র দে আর নেই। গতকাল সোমবার সন্ধ্যায় তিনি ফেরিঘাট রোডস্থ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর। পিত্তথলির জটিল রোগে ভুগছিলেন তিনি।
গতরাতেই চুয়াডাঙ্গার তালতলা মোড়ের মহা-শ্মসানে শেষকৃত্য সম্পন্ন করা হয়। আজ মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত স্বর্গীয় নিমাই চন্দ্র দে’র প্রতি সম্মান জানাতে ফেরিঘাট সড়কের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা।
পারিবারিকসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা ফেরিঘাট সড়কে দীর্ঘদিনের হার্ডওয়ার ব্যবসায়ী নিমাই চন্দ্র দে বহুল পরিচিত মুখ। সম্প্রতি তার পিত্তথলির জটিল রোগ ধরা পড়ে। চিকিৎসার জন্য নেয়া হয় ভারতের পশ্চিমবঙ্গে। সেখানে কিছুদিন চিকিৎসাধীন রাখার পর বাড়িতে ফেরত আনা হয়। বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। গতকাল সোমবার সন্ধ্যায় তিনি নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। নিমাই চন্দ্র দে মৃত্যুকালে ৩ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।