চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে সাহিত্য পরিষদসহ বিভিন্ন সংগঠনের তরফে অভিনন্দন
স্টাফ রিপোর্টার: ‘কোনো মতবাদে আবদ্ধ না থেকে স্বচ্ছতার সাথে সাংবাদিকতা করার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। বলা হয়েছে, কোনো সংকীর্র্ণতায় আর বন্দি নয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সংশ্লিষ্ট সকলকে আরও বেশি বেশি আন্তরিক হতে হবে।’
উপরোক্ত আহ্বান জানিয়ে চুয়াডাঙ্গা জেলায় কর্মরত সকল সাংবাদিক ও সংবাদপত্রের পথ সুগম করতে সচেষ্ট থাকার প্রতিশ্রুতি দিয়েছেন চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। গতকাল সোমবার সন্ধ্যার পর চুয়াডাঙ্গা প্রেসক্লাবে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের পক্ষে অভিনন্দন জানানো হয়। এছাড়া জেলা পরিষদ ১নং ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম শাহান, ভালাইপুর সাংবাদিক ইউনিট নেতৃবৃন্দ প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানাতে এলে এ আহ্বান জানানো হয়। অপরদিকে গতরাতে আমাদের সংবাদ পত্রিকার আমন্ত্রণে নবনির্বাচিত নেতৃবৃন্দসহ সামাজিক নেতৃবৃন্দ সাড়া দিয়ে সংক্ষিপ্ত মতবিনিময়ে মিলিত হন। এ সময়ও নবনির্বাচিত নেতৃবৃন্দ অভিন্ন আহ্বান জানান।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে ফুল দিয়ে অভিনন্দন জানায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ নেতৃবৃন্দ। সাহিত্য পরিষদ সভাপতি বিশিষ্ট সমাজকর্মী তৌহিদ হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, রিচার্ড রহমান, আদিল হোসেন, হোসেন জাকির চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিট নেতৃবৃন্দকে পৃথকভাবে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। এছাড়া ভালাইপুর সাংবাদিক ইউনিটের সভাপতি সাইদুর রহমান, সহসভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন জুয়েল, যুগ্মসাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মনির মাহমুদ, যুগ্মসাংগঠনিক সম্পাদক হাসেম রেজা, অর্থসম্পাদক শরিফুল ইসলাম-১, দফতর সম্পাদক শরিউর রহমান লন্টু, প্রচার সম্পাদক রোকনুজ্জামান রোকন, ক্রীড়া বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম-২, নির্বাহী সদস্য সোহেল রানা-১ জাহিদ হাসান, হুমায়ন কবীর, জয়নাল, সোহেল রানা-২। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সরদার আল আমিন, সহসভাপতি কামাল উদ্দিন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাজীব হাসান কচি, প্রচার ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আতিয়ার রহমান, কার্যকরী সদস্য রফিক রহমান ছাড়াও প্রবীণ সদস্য এমএম আলাউদ্দীনসহ অনেকেই সম্মিলিতভাবে ভালাইপুর সাংবাদিক ইউনিটের অভিনন্দন গ্রহণ করেন। এর আগে বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম, সহসভাপতি শেখ সেলিম, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, সহসাধারণ সম্পাদক আহাদ আলী মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সালাম, কার্যকরী সদস্য আব্দুল মজিদ জিল্লুর প্রমুখ।
অপরদিকে আমাদের সংবাদ পত্রিকার সম্পাদকের আমন্ত্রণে গতরাতে সাড়া দিয়ে উপস্থিত হন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, জেলা জাকের পার্টির সাবেক জেলা সভাপতি শফিউদ্দীন প্রমুখ। সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দকে স্বাগত জানান আমাদের সংবাদ সম্পাদক রুহুল আমিন রতনসহ তার সহকর্মীরা।