কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে জামাই বাড়ি থেকে সফুরা খাতুন (৬৫) নামে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ১০টায় দৌলতপুর থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত সফুরা খাতুন উপজেলার চিলমারী ইউনিয়নের ভবনন্দদিয়াড় ম-লপাড়ার মুজাম্মেল হকের শাশুড়ি এবং তিনি জামাই বাড়িতেই থাকতেন।
দৌলতপুর থানা পুলিশের উপপরিদর্শক শরিফ জানান, গতকাল সোমবার সকালে বাড়ির লোকজন সফুরা খাতুনের লাশ ঘরে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃদ্ধ সফুরা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কারা এ হত্যাকা- ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরিবারের লোকজন জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।