কুষ্টিয়ার দৌলতপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৬জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া দহপাড়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিদ্যুতের লাইন পরিষ্কার রাখার জন্য মাঝে মধ্যে গাছের ডাল ও বাঁশ কাটা হয়। দুপুরে পাকুড়িয়া দহপাড়া গ্রামে বিদ্যুতের লাইনের ওপর নুঁইয়ে পড়া বাঁশ কেটে পরিষ্কার করা হয়। কেটে ফেলা বাঁশের মাথা নিয়ে বিকেলে নাটক ও বিল্লালের মধ্যে বাগবিত-া হয়। একপর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে একে অপরের ওপর হামলা, মারপিট সংঘর্ষে লিপ্ত হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে উভয় পক্ষের ১০জন আহত হয়। আহতদের মধ্যে লাবু (৩৫), রোকন (২০), নাটক (৩২), হাসেম (৪৫), নিজাম উদ্দিন (৬৫) ও মমিনুলকে (১৭) দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত মথুরাপুর ক্যাম্পের পুলিশ নুরুল ইসলাম।