প্রাথমিকের সহকারী শিক্ষকদের আমরণ অনশন চলছে

দাবি না মানলে স্কুলে ফিরবেন না শিক্ষকরা

স্টাফ রিপোর্টার: গতকাল রোববার দ্বিতীয় দিনের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচি পালিত হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণের দাবিতে শনিবার থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন করছেন শিক্ষকরা। দ্বিতীয় দিনে গতকাল রোববার কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম)। প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণের দাবি ন্যায্য উল্লেখ করে তিনি এ দাবি মেনে নেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, যদি জানতাম শিক্ষকদের শহীদ মিনারে এসে অনশন করতে হবে তবে আমি মুক্তিযুদ্ধ করতাম না। গতকাল রোববার শিক্ষক নেতারা জানিয়েছেন, অনশনে এ পর্যন্ত ২৫জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন।  গতকাল রোববার কর্মসূচিতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সহকারী সংগঠনের মোহাম্মদ শামছুদ্দীন, নূরে আলম সিদ্দিকী রবিউল, শাহীনুর আল আমিন, তপন কুমার মণ্ডল শাহীনূর আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আমাদের দাবি একদফা। প্রধান শিক্ষকের এক ধাপ নিচে বেতন স্কেল নির্ধারণ করা। এ দাবি না মেনে নিলে আমরা স্কুলে ফিরে যাবো না। শনিবার সকাল ১০টা থেকে কর্মসূচি শুরু হয়। অনেক শিক্ষক রাতে কেন্দ্রীয় শহীদ মিনারেই অবস্থান করেন। প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহীনুর আল আমীন গতকাল রোববার রাতে ইত্তেফাক প্রতিনিধিকে জানান, আমরা এখনও অবস্থান করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের প্রতিনিধি আমাদের সাথে দেখা করেছেন। যৌক্তিক দাবি মেনে নেয়া হবে এমন আশ্বাস দিলেও আমরা বলেছি, বিষয়টি প্রকাশ্যে ঘোষণা দিতে হবে।