স্টাফ রিপোর্টার: ‘পরিকল্পিত পরিবার গড়ি, মাতৃমৃত্যু রোধ করি’ এ স্লোগানে আগামী ৩০ ডিসেম্বর ২০১৭ থেকে ৪ জানুয়ারি ২০১৮ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে চুয়াডাঙ্গায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর ১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্বেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। আরও বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদফতরের উপপরিচালক মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুর রাজ্জাকসহ চুয়াডাঙ্গা পরিবার পরিকল্পনা অধিদফতরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ। প্রধান অতিথি জিয়াউদ্দীন আহমেদ বলেন, আমাদের গর্ভবতী মেয়েদের সন্তান প্রসব করার সময় পুরনো দিনের মতো ঘরে বসে অনিরাপদ প্রসব না করি। বর্তমানে আমাদের দেশে সেবার মান অনেক ভালো। মাতৃমৃত্যু রোধ করতে আমরা একটা বিশেষ ব্যবস্থা গ্রহণ করছি। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারীর উদ্যোগে আগামী ১ জানুয়ারি থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৪টি বেসরকারি কনভার্টেড অ্যাম্বুলেন্স সার্ভিস চালুর ব্যবস্থা করা হয়েছে। এ কনভার্টেড অ্যাম্বুলেন্স গুলো সদর উপজেলার মধ্যে সার্ভিস প্রদান করবে। অন্যান্য বক্তার মধ্যে মনিরুজ্জামান বলেন, গর্ভবতী বা প্রসূতির ৫ বিপদচিহ্নের যেকোনোটি দেখা দিলে এক মূহুর্তও দেরি না করে যত দ্রুত সম্ভব কাছের সেবাকেন্দ্রে নিয়ে যান। গর্ভবতী ও প্রসূতীর জরুরি সেবার জন্য ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, মা ও শিশু কল্যাণ কেন্দ্রে, জেলা সদর হাসপাতালে, এনজিও ক্লিনিকে ও বেসরকারি ক্লিনিকে প্রতি সপ্তাহে সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত খোলা রেখে সেবা প্রদান করা হবে।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ সফল করতে অ্যাডভোকেসি সভা করেছে মুজিবনগর উপজেলা পরিবার পরিকল্পনা অফিস। গতকাল রোববার দুপুর ১২টায় মুজিবনগর উপজেলা পরিবার পরিকল্পনা হলরুমে অনুষ্ঠিত অ্যাডভোকেসি সভায় উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক বিকাশ দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান জারজিস হোসাইন, মুজিবনগর উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুর রব। স্বাগত বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা অফিসার রফিকুজ্জামান। পরিবার পরিকল্পনা অফিসের কর্মকর্তা/কর্মচারী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করে যার যার অবস্থান থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।