স্টাফ রির্পোটার: চুয়াডাঙ্গার ঝিনাইদহ বাসস্টান্ডপাড়ায় বাবলাতলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার রাতে অনুষ্ঠিত ফাইনালে পিকুল-সাজন জুটি ২-১ সেটে জনি-সজল জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উপস্থিত দর্শক আকর্ষনীয় খেলাটি উপভোগ করেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন পৌর কাউন্সিলর আবুল হোসেন। এ উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনিসুর রহমান। সবুজ হোসেন ও সেতুর মনোমুগ্ধকর উপস্থাপনায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত সহ-সাধারন সম্পাদক বিপুল আশরাফ, মকসু মালিক, পান্না জোয়ার্দ্দার, হারুন মালিক, নিশান প্রমুখ। ফারাজ গ্রুপের সৌজন্যে ২দিনব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্টে ১৬টি দল খেলায় অংশ নেয়। শনিবার নকআউট ভিত্তিক দ্বৈত ব্যাডমিন্টন খেলার উদ্ধোধন করা হয়।