দৌলৎগঞ্জ স্থলবন্দর এলাকা পরিদর্শনে ডিসি জিয়াউদ্দীন ও ৫৮ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল জিল্লুর রহমান

জীবননগর ব্যুরো: জীবননগরের দৌলৎগঞ্জ স্থলবন্দর এলাকা পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ ও ৫৮ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল জিল্লুর রহমান। গতকাল শনিবার সকালে জীবননগরে এসে পৌঁছুলে সরকারি এ দু’জন কর্মকর্তাকে মোটরসাইকেল শোভাযাত্রসহ দৌলৎগঞ্জ আইসিপিতে নিয়ে যাওয়া হয়। সরকারি ঊর্ধ্বতন এ দু’জন কর্মকর্তা এসময় বন্দর এলাকায় নির্মিত স্থাপনা ও জিরো পয়েন্ট এলাকা পরিদর্শন করেন। এসময় তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তূজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, সীমান্ত ইউপি চেয়ারম্যন মঈন উদ্দিন ময়েন, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মজিবর রহমান বাবলু ও সাধারণ সম্পাদক আব্দুল হক তাদেরকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। জেলা প্রশাসক ও বিজিবি অধিনায়ক এসময় বন্দর এলাকায় নির্মিত স্থাপনা ও জিরো পয়েন্ট পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ঊর্ধ্বতন এ দু’কর্মকর্তা সকলের সাথে মতবিনিময় করেন। কাস্টমসের সর্বশেষ পরিদর্শন প্রতিবেদন দেখে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুস সালাম ঈশা, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মোল্লা, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, ইউপি সদস্য মোমিনউদ্দিন, আব্দুল আলিম, আসাদুজ্জামান আসাদসহ সাংবাদিক, সুধী, ব্যবসায়ী ও সীমান্ত ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।