দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা সদরে অবস্থিত ড্রিম সেন্টার পাবলিক লাইব্রেরি ও তথ্য প্রযুক্তি কেন্দ্র এবং দামুড়হুদা স্পোর্টিং ক্লাব পরিদর্শন করলেন দামুড়হুদা মডেল থানার ওসি আকরাম হোসেন। গতকাল শনিবার দুপুরে ওই প্রতিষ্ঠান দু’টি পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা শাখার নবনির্বাচিত সভাপতি এনটিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি অ্যাড. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সহসভাপতি মোজাম্মেল শিশির, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, অর্থ-সম্পাদক শমশের আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক খাইরুল কবির দিনার, সদস্য শরীফ উদ্দীন, আব্দুল আলিম, এসএম সুজন প্রমুখ।