সুগারমিলগুলোকে ব্যক্তি মালিকানায় বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বিএনপি : হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া চিনিকলের ২০১৭-১৮ আখ মাড়াই মরসুমের উদ্বোধন হয়েছে। গতকাল শুক্রবার সকালে মাড়াই মরসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ। এসময় তিনি বলেন, এদেশের শতকরা ৭০-৭৫ ভাগ মানুষ কৃষি কাজের সাথে জড়িত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন কৃষকের বন্ধু। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন অনেক মিল চালু ছিলো, কিন্তু লোকসানের অজুহাতে সেগুলো বন্ধ করে দেয়া হয়েছে। বিএনপি সরকার মিলগুলোকে ব্যক্তি মালিকানায় বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে সে সময় শ্রমিকদের ভাগ্য বিপর্যয় ঘটিয়েছে। এমনকি জগতি মিলটিও বিক্রির চেষ্টা হয়েছে। এ মিলে আমাদের উৎপাদিত চিনি সাধারণ মানুষ কেন কিনতে চায়না তার কারণ খুঁজে বের করতে কর্মকর্তাদের নির্দেশ প্রদান করতে অনুরোধ জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, ভেনেজুয়েলা ও ব্রাজিল বিশ্বের ১নং চিনি উৎপাদনকারী দেশ। সে দেশে বিট সুগার থেকে উৎপাদন হয় চিনি। অথচ তার থেকেও বেশি মিষ্টি এবং স্বাদে অনন্য আমাদের দেশের উৎপাদিত চিনি। এ মিলের বয়স ৫০-৬০ বছর হয়ে যাওয়ায় আগের মতো চিনির স্বাদ হয় না বলেও উল্লেখ করেন তিনি।
তাই মিলকে আরও আধুনিকায়ন করাসহ এ শিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি বলেন, এ মিলের বিস্তৃত জায়গা রয়েছে। সেখানে ২শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করতে সরকার উদ্যোগ নিয়েছে। মিলের এ জায়গার মধ্যে এটি করা সম্ভব। তাতে করে লভ্যাংশগুলো মিলের উন্নয়নে ব্যয় হবে। এতে এ শিল্পপ্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আব্দুল কাদেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বিশ্বাস প্রমুখ। পরে প্রধান অতিথি হানিফ এমপিসহ অতিথিবৃন্দ ডোঙ্গায় আখ নিক্ষেপের মধ্যদিয়ে মাড়াই মরসুমের উদ্বোধন করেন। এবার ৫৫ হাজার মে.টন আখ মাড়াই করে ৩ হাজার ৮৫০ মে.টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।