দুজন মাদককারবারি পাকড়াও : ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার

 

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী পৃথক দুটি অভিযান

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে মাদককারবারি দুজনকে আটক করছে। উদ্ধার করা হয়েছে ২৪ বোতল ফেনসিডিল ও ২৫ পিস ইয়াবা। গতকাল বৃহস্পতিবার বিকেলে ও সন্ধ্যায় ডিবির এসআই আশরাফুল সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযানের নেতৃত্ব দেন।
পুলিশ বলেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া রায়পাড়ার দেলোয়ার হোসেনের ছেলে নজরুল ইসলাম কালু গোপনে ফেনসিডিল পাচারচক্রের সদস্য। গোপনে গোয়েন্দা পুলিশ এ তথ্য পেয়ে গতকাল তার বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির পাশের সজনে গাছের নিচে মাটি খুড়ে উদ্ধার করা হয় ২৪ বোতল ফেনসিডিল। যা ভারত থেকে পাচার করে আনা। দেশের অভ্যন্তরে পাচারের জন্যই গাছের নিচে পুতে রাখা হয়েছিলো। পরে নজরুল ইসলামকে আটক করা হয়েছে।
এদিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের কানাপুকুরের অদূরবর্তী এলাকার একটি চা দোকানের সামনে থেকে ইসলামপাড়ার আনোয়ার হোসেনের ছেলে রফিকুল ইসলামকে পাকড়াও করা হয়। তার নিকট থেকে উদ্ধার করা হয় ২৫ পিস ইয়াবা। এদেরকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।