মাথাভাঙ্গা মনিটর: বার্সেলোনার সাবেক মিডফিল্ডার রিভালদো বিশ্বাস করেন লিওনেল মেসিই বিশ্বের সেরা খেলোয়াড়। কিন্তু সপ্তাহের শেষে মরসুমের প্রথম এল ক্ল্যাসিকোকে সামনে রেখে তিনি রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর প্রশংসা করতে ভুল করেননি। ক্লাব পর্যায়ের ফুটবলে সবচেয়ে আইকনিক দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা গত শনিবার লা লিগায় একে অপরের মুখোমুখি হবে। এর মাধ্যমে বর্তমান বিশ্বের সেরা দুই খেলোয়াড় মেসি ও রোনালদো একে অপরের মোকাবেলা করবে। বর্তমানে লিগ টেবিলে ১১ পয়েন্ট পিছিয়ে রিয়াল লা লিগায় চতুর্থ স্থানে থাকলেও শীর্ষে থাকা বার্সেলোনার থেকে তাদের শক্তির পার্থক্য নেই বললেই চলে। বার্সেলোনার সাথে ১৭৪টি লা লিগা ম্যাচের রিয়াল জিতেছে ৭২টি। কাতালান জায়ান্টাদের থেকে তাদের সব মিলিয়ে শিরোপার সংখ্যাও বেশি। সাম্প্রতিক সময়ে ক্লাসিকোর মানেই মেসি-রোনালদোর দ্বৈরথ, এবারও তার ব্যতিক্রম নয়। এখন প্রশ্ন হচ্ছে কে বিশ্বের সেরা? এটা নিয়ে যথেষ্ঠ বিতর্ক থাকলেও রিভালদো মনে করেন বার্সেলোনা হয়ে দুটি লা লিগা শিরোপা জয় করা মেসিই এই মুহূর্তেও বিশ্বসেরা। তিনি বলেন, মেসির সাথে খেলতে সবসময়ই ইচ্ছা হয়। এটা একটা বিশেষ অনুভূতির জন্ম দিত। সেই বিশ্বের সেরা। যে অনেক ম্যাচে দলের পার্থক্য গড়ে দিয়েছে। তবে রিয়ালের হয়ে রোনালদো সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড়। তাকে আটকানো কঠিন, মেসিও তাই। কারণ উভয়ই নিজ নিজ ক্লাবের হয়ে অনেক গোল করেছেন।
চলতি মাসের শুরুতে রোনালদো ক্যারিয়ারের পঞ্চম ব্যালন ডি অ’র শিরোপা ঘরে তুলেছেন। মেসির সাথে এই সংখ্যা সমান। অতীতের ক্ল্যাসিকোগুলোতে দুজনই দলের হয়ে প্রায় সমান অবদান রেখেছেন। রিভালদোর মতে ব্যালন ডি অ’র রোনালদোর প্রাপ্য।