বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ
স্টাফ রিপোর্টার: ‘মাদককে না বলুন, সুস্থ থাকুন। সুন্দর সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে আসুন। প্রজন্মের সামনে সম্ভাবনার দার খুলে দিন।’ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ গতকাল বুধবার সন্ধ্যার পর চুয়াডাঙ্গা আদালত প্রাঙ্গণের ব্যাডমিন্টন কোটে কয়েক গেম খেলার পর উপস্থিত দলীয় নেতাকর্মীসহ সকলের উদ্দেশে এ আহ্বান জানান।
চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি এসএম আব্দুর রহমান তুহিন, যুগ্মসাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফসহ অনেকেই কেন্দ্রীয় সভাপতির সাথে গতরাতে একান্তে মতবিনিময়ে মিলিত হন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি কর্মকা-ই হতে হবে দেশ ও জাতির কল্যাণে। বর্তমান সরকার দেশের উন্নয়নে সকল প্রকারের পদক্ষেপ নিয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই বিশ্বদরবারে বাংলাদেরশ ভাবমূর্তি দিনের পর দিন উজ্জ্বল হচ্ছে। এ ধারাবাহিকতা রক্ষার্থে আমাদের সাংগঠনিক কর্মকা- আরও জোরদার করতে হবে। ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে।