বাংলাদেশ ছাত্রলীগের মেহেরপুর জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ২টার দিকে শহীদ সামসুজ্জোহা পার্কে সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগ সভাপতি বারিকুল ইসলাম লিজন। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগ সভাপতি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, সংরক্ষিত আসনের এমপি সেলিনা আক্তার বানু, সাধারণ সম্পাদক এমএ খালেক, জেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম রসুল, পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, সাবেক ছাত্র নেতা অ্যাড. আব্দুস সালাম, জেলা যুব লীগের যুগ্মআহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহানউদ্দিন আহমেদ চুন্নু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান মফিজ, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফুয়ান আহমেদ রুপক, সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ স্থানীয় ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ।
দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এছাড়াও শান্তির প্রতীক ‘পায়রা’ উড়ানো হয়। আলোচনা পর্ব শেষে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে রাতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে বলে জানালেও কেন্দ্রীয় নেতৃবৃন্দ নাম ঘোষণা না করে রাত সাড়ে ১১টার দিকে মেহেরপুর ত্যাগ করেন।