মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও লাইসেন্স নবায়ণ না করার দায়ে হারদীর ৩ ফার্মেসি মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

আলমডাঙ্গা ব্যুরো: মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও লাইসেন্স নবায়ণ না করার দায়ে আলমডাঙ্গার হারদী হাসপাতাল বাজারের ৩ ফার্মেসি মালিককে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান হারদী হাসপাতাল মোড়ে অবস্থিত ৩টি ওষুধের ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ড্রাগ সুপারভাইজার সুকর্ণ আহমেদ। অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ পান। এছাড়া ওই ফার্মেসিগুলোর লাইসেন্সও নবায়ণ করা হয়নি কয়েক বছর ধরে। ফলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ৩ ফার্মেসির মালিকের প্রত্যেককে ৫শ’ করে মোট ১৫শ’ টাকা জরিমানা করেন। এরা হলেন, অমি ফার্মেসির মালিক ইউনুস আলি, মওলা ফার্মেসির মালিক মাহমুদ আলী ও আফরিন ফার্মেসির মালিক আশরাফুল ইসলাম।