ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন উপলক্ষে মেহেরপুরে সাংবাদিকদের নিয়ে কর্মশালা

মেহেরপুর অফিস: ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পইন সফল করতে মেহেরপুরে সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিভিল সার্জন অফিসের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. জি.কে.এম সামসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. অলোক কুমার দাস। মূল বক্তব্য উপস্থপনা করেন মেডিকেল অফিসার ডা. এ.কে.এম ফয়সাল কবীর। সঞ্চালনা করেন ই.পি.আই সুপার আব্দুস সালাম। আগামী ২৩ ডিসেম্বর সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জেলার ৯৮০ টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৭৯৩ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৯ হাজার ৭২৩জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

Leave a comment