চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচনী তফশিল ঘোষণা : ৩০ ডিসেম্বর ভোট

স্টাফ রিপোটার: চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনী তফশিল ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাড. সোহরাব হোসেন এ তফশিল ঘোষণা করেন। একই সাথে বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটেরও দ্বি-বার্ষিক নির্বাচনী তফশিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফশীল অনুযায়ী আজ ২০ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৬টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। পরদিন ২১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ। একই দিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল। পরদিন ২২ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় বৈধ প্রার্থী তালিকা প্রকাশ, একই দিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রত্যাহার করা যাবে। রাত সাড়ে ৮টায় চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ভোটগ্রহণ করা হবে ৩০ ডিসেম্বর শনিবার। এদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। নির্বাচনী এ তফশিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশনের আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হেদায়েত হোসেন আসলাম। কমিটির অপর সদস্য হলেন অ্যাড. আবুল বাশার।
বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের দ্বি-বার্ষিক র্নিবাচনের তফশিলও অনুরুপ। চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের নির্বাচন ২০১৮-২০১৯ অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সকল সদস্যের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন। একই সাথে তিনি নির্বাচন চলাকালীন সময়ে যে কোনো তথ্যের জন্য প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত প্রেসক্লাবে সরাসরি যোগাযোগ করতে পারবেন।