গুজরাটে বিজেপির নৈতিক পরাজয় হয়েছে: মমতা
মাথাভাঙ্গা মনিটর: ভারতের গুজরাট রাজ্যে টানা ছয়বারের মতো বিজয়ী হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি। তবে এ বিজয়কে ‘বিজেপির নৈতিক পরাজয়’ আখ্যা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গুজরাট নির্বাচনের ফলকে ‘ভারসাম্যের রায়’ বলে আখ্যা দেন এবং এমন রায়দানের জন্য গুজরাটের জনগণকে অভিনন্দন জানান। গত সোমবার এক টুইটবার্তায় মমতা এ মন্তব্য করেন। এতে তিনি লেখেন, এই সময়ে ভারসাম্যের রায় দেয়ার জন্য গুজরাটবাসীকে অভিনন্দন জানাচ্ছি। এ ফল অস্থায়ী ও মুখ রক্ষার জয়। তবে এ ফলে বিজেপির নৈতিক পরাজয় স্পষ্ট। গুজরাটবাসী সাধারণ মানুষের ওপর অত্যাচার, উদ্বেগ ও অবিচারের বিরুদ্ধে ভোট দিয়েছে। ২০১৯ সালের আগে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধল গুজরাটবাসী। প্রসঙ্গত, এবারের গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়ে ৯৯ এবং কংগ্রেস ৮০ আসন পেয়েছে।
ক্যামেরুনে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৪ পুলিশ নিহত
মাথাভাঙ্গা মনিটর: ক্যামেরুনের ইংরেজি ভাষাভাষি অঞ্চলে গত সোমবার বিচ্ছিন্নতাবাদীদের হামলায় চার পুলিশ নিহত হয়েছে। দেশটির এক মন্ত্রী একথা জানান। যোগাযোগমন্ত্রী ইসা সিরোমা বলেন, ‘দুর্ভাগ্যজনক এক হামলায় আমাদের চার পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছে। কেমবংয়ে গত সোমবার ঠাণ্ডা মাথায় তাদের হত্যা করা হয়েছে।’ অঞ্চলটিতে বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা রয়েছে। ক্যামেরুনের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ লোক ইংরেজি ভাষায় কথা বলে। কিন্তু ৮৪ বছর বয়সী প্রেসিডেন্ট পল বিয়ার শাসনামলে দীর্ঘদিন ধরে এরা বঞ্চনার শিকার হয়ে এসেছে। বিয়া দেশটিতে দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন নেতা।
সেলফি তোলায় হত্যার হুমকি পেলেন মিস ইরাক
মাথাভাঙ্গা মনিটর: বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় মিস ইসরাইলের সঙ্গে সেলফি তোলায় সপরিবারে হত্যার হুমকি পেয়েছেন মিস ইরাক সারাহ ইদান। নিরাপত্তার খাতিরে প্রতিযোগিতা ছেড়েই পরিবারসহ দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন এ ইরাকি সুন্দরি। সেলফিটি ইরাকসহ আরব দেশগুলোতে ভাইরাল হওয়ার পর থেকে তিনি কমেন্টে একের পর এক হত্যার হুমকি পেতে থাকেন। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত তিনি ও তার পরিবার দেশে ফিরবেন না বলে জানিয়েছেন। ১৪ নভেম্বর মিস ইউনিভার্স ২০১৭ প্রতিযোগিতার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে মিস ইসরায়েল অ্যাডার গ্যান্ডেলসম্যানের সঙ্গে সেলফি তোলেন মিস ইরাক সারাহ ইদান।
ছবিটি ইনস্টাগ্রামে প্রকাশ করে সেখানে লেখেন, ‘মিস ইরাক ও মিস ইসরায়েলের পক্ষ থেকে শান্তি ও ভালোবাসা।’ আরব বিশ্বে ইসরায়েলের বৈরী আচরণের ক্ষুব্ধরা এ সেলফি নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। সেলফিটি সবার রুচিসম্মত নয় লিখে অনেকে টুইট করেছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই সারাহকে এ ছবি মুছে ফেলতে ও প্রতিযোগিতা ছেড়ে দেশে ফিরে আসতে বলেছেন। অন্যথায় তাকে সপরিবারে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছেন।
কঙ্কাল বিক্রি করেই পাঁচ কোটি টাকা!
মাথাভাঙ্গা মনিটর: উত্তর-পশ্চিম সাইবেরিয়ায় ১০ বছর আগে একটি কঙ্কাল বিক্রি হয়েছে প্রায় পাঁচ কোটি টাকায়। প্রায় ১০ হাজার বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া ম্যামথ ব প্রাগৈতিহাসিক হাতির কঙ্কালটি নিলামে তোলে ফ্রান্সের লিয়ন শহরের এক নিলামঘর। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, লিয়নের এই নিলামঘরে এক ম্যামথের কঙ্কাল নিলাম হয়েছে ৬,৪৪,৪৪০ মার্কিন ডলার বা প্রায় ৫ কোটি টাকা। ম্যামথ বা প্রাগৈতিহাসিক হাতি পৃথিবী থেকে লুপ্ত হয়ে গেছে ১০ হাজার বছর আগেই। এই কঙ্কালটির বিশেষত্ব এখানেই যে, কঙ্কালটি অক্ষত। তিন মিটার উচ্চতার এই কঙ্কালকে দাঁড় করানো হয়েছে এমন ভেবে, যেন সে হেঁটে চলেছে সামনের দিকে। এই কঙ্কালটিই এখনও পর্যন্ত প্রাপ্ত সর্ববৃহৎ ম্যামথ-কঙ্কাল। কঙ্কালটির ক্রেতা এক ওয়াটারপ্রুফ কোম্পানির সিইও। প্রসঙ্গত, এই কোম্পানির লোগোটিতে ম্যামথের ছবি রয়েছে।