দর্শনা থেকে চুরিকৃত ট্রাক সাড়ে ৩ মাস পর উদ্ধার : চোরচক্রের সদস্য সবুজ গ্রেফতার

দর্শনা অফিস: দর্শনা মাইক্রোস্ট্যান্ড থেকে চুরিকৃত ট্রাক সাড়ে ৩ মাসের মাথায় উদ্ধার হয়েছে। নওয়াপাড়া থেকে পুলিশ এ ট্রাকটি উদ্ধার করেছে। গ্রেফতার করেছে আন্তঃজেলা চোরচক্রের সদস্য সবুজকে। গত ৩ সেপ্টেম্বর রাতে দর্শনা মাইক্রোস্ট্যান্ড থেকে দর্শনা সিঅ্যান্ডবিপাড়ার ইছাহাক আলীর ১০ চাকার একটি টাটা ট্রাক চুরি হয়। এ ঘটনায় ৭ সেপ্টেম্বর ইছাহাক আলীর ছেলে সাংবাদিক এসএম ওসমান বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেন। এ মামলা পুলিশ ও গোয়েন্দা একাধিক আসামিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলেও কোনো সুফল হয়নি। গতপরশু সোমবার রাতে চুয়াডাঙ্গা সহকারী সিনিয়র পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর) সার্কেল কলিমুল্লাহ’র নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশ ইন্সপেক্টর সেলিম উদ্দিনের নেতৃত্বে এসআই নজিবুর রহমান, এএসআই আসাদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায় যশোর নওয়াপাড়ায়। গোয়েন্দা পুলিশের দল অভয়নগর থানা পুলিশের সহযোগিতায় নওয়াপাড়া টার্মিনাল থেকে চুরিকৃত ট্রাকটি উদ্ধার করেছে। এসময় গ্রেফতার করা হয়েছে চুয়াডাঙ্গা জেলা শহরের কেদারগঞ্জপাড়ার ইয়াসিন আলীর ছেলে আন্তঃজেলা চোরচক্রের সদস্য সোহাগ শেখ ওরফে সবুজকে। ট্রাকটির ইঞ্জিন ও চ্যাসিজ নাম্বার পরিবর্তন করতে না পারলেও প্রকৃত প্লেট নাম্বার চুয়াডাঙ্গা-ট-১১-০৬৯৬ পরিবর্তন করে ভূয়া নাম্বার প্লেট ঢাকা মেট্রো-ট-১৮-৭৪৩৮ লাগানো ছিলো। দীর্ঘদিন পরে হলেও চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশ চুরি যাওয়া সাংবাদিক এসএম ওসমানের ট্রাকটি উদ্ধার করায় জেলা পুলিশ সুপারসহ কর্মকর্তাদের সাধুবাদ জানিয়েছে দর্শনার সাংবাদিক মহল।