জীবননগরে পুলিশি বাধায় পণ্ড হলো বিএনপির প্রতিনিধি সম্মেলন

জীবননগর ব্যুরো: জীবননগরে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিনিধি সম্মেলন পুলিশি বাধায় প- হয়ে গেছে। এ সময় অনুষ্ঠানস্থলের টানানো সামিয়ানাও খুলে নেয়া হয়। পুলিশ সাউন্ড সিস্টেম খুলে থানাতে নিয়ে যায়। অনুষ্ঠান শুরুর মুহূর্তে কোনো অঘটন ছাড়াই পুলিশ বাধা দিয়ে প্রতিনিধি সম্মেলন বন্ধ করে দেয়াতে উপস্থিত কয়েকশ’ বিএনপি নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
জানা যায়, জীবনগর উপজেলা ও পৌর বিএনপি (নোয়াব আলী গ্রুপ) যৌথ উদ্যোগে প্রতিনিধি সম্মেলন আহ্বান করে। গতকাল সোমবার বিকেল ৩টায় জীবননগর হাসপাতাল সড়কের দলীয় কার্যালয়ের ভেতরে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। দুপুরের পরপরই কয়েক’শ বিএনপি নেতাকর্মী অনুষ্ঠানস্থলে জড়ো হতে শুরু করে। জেলা বিএনপির নেতা ইঞ্জিনিয়ার মখলেছুর রহমান তরফতার টিপুর প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা ছিলো। উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র হাজি নোয়াব আলীর সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। প্রধান অতিথিসহ উপস্থিত অন্যান্য অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানোর পর কোরআন তেলাওয়াত করা হয়। এরপর মূল অনুষ্ঠান শুরুর প্রাকালে পুলিশ এসে অনুষ্ঠানে বাধা দেয়। একপর্যায়ে অনুষ্ঠানস্থলে টানানো সামিয়ানা খুলে ফেলা হয়। পুলিশ অনুষ্ঠানস্থল হতে সকল বিএনপির নেতাকর্মীদের হটিয়ে দেয়। এসময় অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম পুলিশ খুলে নিয়ে থানায় নিয়ে যায়। প্রতিনিধি এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেয়ার জন্য জেলা বিএনপির নেতা শিল্পপতি ইঞ্জিনিয়ার মখলেছুর রহমান তরফদার টিপু ও সভাপতি হাজি নোয়াব আলী ছাড়াও পৌর বিএনপির সভাপতি মাহতাব উদ্দিন, সাবেক পৌর চেয়ারম্যান আশরাফুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর মশিউর রহমান, আব্দুর রাজ্জাক, দফতর সম্পাদক আনিছুর রহমান শিপলু, পৌর কাউন্সিলর হযরত আলী, সাবেক পৌর কাউন্সিলর শামসুজ্জামান হান্নু, কাউন্সিলর আপিল মাহমুদ, যুবদল নেতা আবুল হোসেন তোয়া, মতিয়ার রহমান, আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবদার রহমান, সাবেক পৌর কাউন্সিলর হাসান আলী, হারুন-অর-রশিদ, ছাত্রদল নেতা হাসানুজ্জামান হাসান, হাসাদাহ ইউনিয়ন বিএনপি নেতা শাজাহান আলী, রায়পুর ইউনিয়ন বিএনপি নেতা আহাম্মদ আলী, মাহাবুল ইসলাম, ফজলুর রহমান, রফিকুল ইসলাম, আব্দুল মান্নান ও সোহেলের প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দেয়ার কথা ছিলো। কিন্তু পুলিশি বাধায় সম্মেলন পণ্ড হওয়ায় তারা বক্তব্য দিতে না পেরে চলে যান।