চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়ায় এক কৃষকের ফলন্ত কলা ও পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের কবরস্থান বাগানপাড়া মাঠে শামসুল হক নামের এক কৃষকের ফলন্ত কলা ও পেয়ারা গাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। গত রোববার দিনগত রাতে কোনো এক সময়ে এঘটনা ঘটে। গতকাল সোমবার সকালে মাঠে গাছ পরিচর্যা করতে গিয়ে বিষয়টি জানতে পারেন কৃষক। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত ওই কৃষক।
ক্ষতিগ্রস্ত কৃষক চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে শামসুল হক ঝন্টু বাগানপাড়ার পাশাপাশি মাঠে ৮ বিঘা জমিতে পেয়ারা গাছ ও সাড়ে ৩ বিঘা জমিতে কলা গাছের চাষাবাদ করেছেন। এ বাগানে কলা ও পেয়ারা ধরা শুরু করেছে। আর কিছুদিন পর বাজারে বিক্রি করার উপযোগী হতো। এরই মাঝে হঠাৎ করে একদল দুর্বৃত্ত কলা ও পেয়ারা গাছ কেটে সাবাড় করে দিয়েছে। কৃষক শামসুল হক জানান, ফলন্ত কলা গাছ ৮৫টি এবং পেয়ারা গাছ ২৬টি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে তার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জেরে গাড়াবাড়িয়া গ্রামের আশাবুদ্দিন, আরিফ, শরীফ, জাকির, সোহাগ ও রহমত আলী এ ঘটনা ঘটিয়েছে বলে মামলায় উল্লেখ করেছে।
এবিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক শামসুল হক বিষয়টি জানিয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিখিত অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে সদর থানার উপপরিদর্শক (এসআই) জামশেদকে মামলাটি তদন্তে পাঠান। পুলিশ ক্ষতিগ্রস্ত বাগান পরিদর্শন করেছেন এবং সত্যতা পেয়েছেন বলে এসআই জামশেদ জানিয়েছেন।