স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন খেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার রাতে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ খেলার আয়োজন করে ছাত্রলীগ। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা রেজাউল করিম, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সহসভাপতি শাহাবুল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি রুবাইত বিন আজাদ সুস্থির, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক অর্থবিষয়ক সম্পাদক রিমন হোসেন, সাবেক সহসম্পাদক বাপ্পি, পৌর ছাত্রলীগের সাবেক যুগ্মসম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশিক ইকবল স্বপন, সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল, সাবেক সদস্য খালিদ মাহামুদ, বঙ্গবন্ধু ছাত্রপরিষদ চুয়াডাঙ্গার আহবায়ক সাইফুল ইসলাম রানা, যুগ্মআহবায়ক আলহিম, কলেজ ছাত্রলীগ নেতা তানভির আহমেদ সোহেল, সোয়েব রিগান, শাকিল আহম্মেদ জিম, জান্নাত, আশিক, সোয়েব পাভেল, আকাশ, অভি, অয়ন, রবিন, পৌর ছাত্রলীগ নেতা শিমুল লস্কর, আসাদ, ওয়ালিদ, ফিরোজ, শাওন, রাব্বি, স্বাধীন, যুবলীগ নেতা লোটাস, পাভেল, পিয়াশ, সাইদ, মন্টা, সেলিম, আলম, মুন্তাজসহ উপস্থিত ছিলেন ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা।