অ্যাশেজ সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া

মাথাভাঙ্গা মনিটর: দুই ম্যাচ বাকি থাকতেই চলতি অ্যাশেজ সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। পার্থে সিরিজের তৃতীয় টেস্টের শেষ দিনে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড অলআউট হয়েছে ২১৮ রানে। ফলে অসিরা সিরিজ জিতেছে ইনিংস ও ৪১ রানের বিশাল ব্যবধানে।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৪০৩ রানের জবাবে নয় উইকেটে ৬৬২ রান করে অস্ট্রেলিয়া। ২৫৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। গত রোববার চতুর্থ দিনশেষে তাদের স্কোর দাঁড়ায় চার উইকেটে ১৩৪ রান। তাই শেষ দিনে হার অনেকটা অনুমিতই ছিলো।

কিন্তু আজ সকালে বৃষ্টি তাদের কিছুটা আশার আলো দেখাতে থাকে। তবে বৃষ্টির কারণে খেলা তিন ঘণ্টা বন্ধ থাকলেও শেষ পর্যন্ত ড্র-য়ের আশা পূরণ হয়নি। বৃষ্টি বিঘ্নিত দিনে ডেভিড মালান (৬২) ছাড়া আর কেউ সেভাবে প্রতিরোধ গড়তে পারেননি। যে কারণে শেষ পর্যন্ত ইনিংস ব্যবধানে হেরে যায় ইংল্যান্ড। আর অ্যাশেজ সিরিজ জিতে নেয় অস্ট্রেলিয়া। অসি বোলারদের মধ্যে জোস হাজলউড একাই নেন পাঁচটি উইকেট।