ময়না তদন্ত সম্পন্ন : পরিচয় না মিললে আজ দাফন

দর্শনায় রশিক শাহ মাজারের অদু্রে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

দর্শনা অফিস / বেগমপুর প্রতিনিধি: দর্শনা-জীবননগর মহাসড়কের রশিক শাহ মাজারের নিকট অজ্ঞাত বৃদ্ধের (৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত ব্যক্তির লাশ দর্শনা রশিক শাহের মাজারের পাশের একটি স-মিলে অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। লাশ পড়ে থাকা স্থানের সিমানা নির্ধারণ করাকে কেন্দ্র করে দীর্ঘ সময় লাশ দর্শনা ও বেগমপুর পুলিশের মধ্যে চলে রশি টানাটানির ঘটনা। শেষ পর্যন্ত বেগমপুর পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়েছে মর্গে। গতকাল রোববার ভোরে দর্শনা-জীবননগর মহাসড়কের দর্শনা রশিক শাহের মাজারের পাশের একটি স’মিলে অজ্ঞাত বৃদ্ধের লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। খবর দেয়া হয় দর্শনা আইসি পুলিশকে। দর্শনা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর শহরের মধ্যে হলেও পুলিশ জানতে পারে স্থানটি চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া মৌজার। ফলে দর্শনা পুলিশ লাশ উদ্ধারে আপত্তি জানালে খবর দেয়া হয় বেগমপুর ফাঁড়ি পুলিশকে। বেগমপুর ফাড়ি ইনচার্জ এসআই জাকির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এ সময় দর্শনা ও বেগমপুর পুলিশের মধ্যে বেশ কিছু সময় স্থান নির্ধারণ নিয়ে রশি টানাটানির সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ তোজাম্মেল হোসেন, চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের ইনচার্জ নাজমুল হক, দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সেপেক্টর শোনিত কুমার গায়েন। অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে অসংখ্য মানুষ ভিড় জমায়। শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ লাশের পরিচয় সনাক্ত করতে পারেনি। অবশেষে সকাল ১০ টার দিকে স্থান দর্শনা পৌর শহরের হলেও বেগমপুর ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে। অজ্ঞাত ব্যক্তির লাশের গায়ের রং ফর্সা, পড়নে ছিলো হলুদ রঙের শার্ট ও চেক লুঙ্গি, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। গতকালই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির লাশ ময়নাতদন্ত সম্পন্ন করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। শেষ পর্যন্ত পরিচয় না মিললে আজ সোমবার আঞ্জুমান মফিদুল তত্বাবধানে দাফন সম্পন্ন করা হতে পারে। এদিকে লাশ উদ্ধারের ঘটনা নিয়ে পুলিশের মধ্যে রশি টানাটানি ঘটনায় রশিকজনদের কেউ কেউ বলেই ফেললো এ যেন ভারতের ফাটাকেষ্ট সিনেমার দৃশ্যে পরিণত হলো।