মেহেরপুর শহরে বাগান থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের একটি আমবাগান থেকে সাঈদ (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার ভোরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। আবু সাঈদ মেহেরপুর শহরের নতুন পোস্ট অফিসপাড়ার কাঠুর ছেলে। তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে মায়ের ওপর অভিমান করে সে আত্মহত্যা করেছে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্র জানায়, এদিন ভোরে পথচারীরা শহরের সরকারি গণপূর্ত বিভাগের একটি আমগাছে নিজের গলার মাফলার পেঁচানো একজন যুবকের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল মর্গে পাঠিয়েছে। স্থানীয় আরও বলেছে, ঝুলন্ত লাশের হাতে ও গায়ে কেরাম বোর্ডের পাউডার লাগানো ছিলো। নিহতের এক বন্ধু জানান, সাঈদ অবিবাহিত। বর্তমানে সে রঙ মিস্ত্রির কাজ করে। গত শনিবার দিনগত রাত ৯টা পর্যন্ত সে কলেজ মোড় এলাকায় কেরাম বোর্ড খেলছিলো। নিহতের মা জানায়, সাঈদ তার সাথে শহরের শিশুবাগানপাড়ার বাড়িতে থাকতো। আগের দিন সন্ধ্যায় রাতের খাবার খেয়ে সে বাইরে যায়। রাত ৯টায় কলেজ মোড় থেকে ডেকে বাড়ি নেয়ার চেষ্টা করলে সে সাড়ে ১১টায় বাড়ি যায়। তাকে ওই সময় বকাবকি করলে সে পুনরায় বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সে রাতে আর বাড়িতে ফেরিনি। সকালে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা জানান, নিহত সাঈদ মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নে সদস্য। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে। পরিবারের কারো কোনো অভিযোন না থাকায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। এছাড়া সকালেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। এদিকে দুপুরের পরে নামাজে জানাজা শেষে লাশ মেহেরপুর পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।