দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আবারও নৌকা বিজয়ী করতে হবে
মহেশপুর প্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামি নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। সবাই মিলে কাজ করলে আগামী নির্বাচনের আওয়ামী লীগ বিজয় হবে। দেশের উন্নয়ন অব্যাহত থাকবে। সীমান্তবর্তী জেলাগুলোর মানুষের সমস্যা সমাধান করার প্রতিশ্রুতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরও বলেছেন, ‘সীমান্তে যারা বসবাস করেন, তাদের নানা সমস্যা রয়েছে। আমি বিজিবি, পুলিশ আর সীমান্ত এলাকার সাংসদদের নিয়ে দ্রুত বৈঠকের ব্যবস্থা করবো। আশা করি, আপনাদের এ সমস্যা থাকবে না।’ তিনি গতকাল রোববার বিকেলে ঝিনাইদহের মহেশপুরে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। মন্ত্রীর এ বক্তৃতার আগে স্থানীয় নেতা সাবেক সংসদ সদস্য শফিকুল আজম খান তার বক্তব্যে সীমান্তের বেশকিছু বিষয় তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, ইতঃপূর্বে যারা করিডোরের মাধ্যমে গরুর ব্যবসা করতেন, তারা ব্যবসা ছেড়ে দিলেও নতুন করে তাদের আটক করে বিভিন্ন মামলায় জেলহাজতে পাঠানো হচ্ছে। বিষয়টি নিয়ে মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন শফিকুল আজম।
স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে অভিযোগ করেন, ২০০১ সালের পর এ দেশ পেছনের দিকে চলে গিয়েছিলো। শিক্ষার হার কমেছিলো, বিদ্যুত উৎপাদন কমে এসেছিলো। কমিউনিটি ক্লিনিক বন্ধ করে মানুষের গড় আয়ুু কমিয়ে দেয়া হয়েছিলো। এখন বিদ্যুত উৎপাদন বেড়েছে, বেড়েছে শিক্ষার হারও। মানুষের গড় আয়ু ৭১ বছর দাঁড়িয়েছে।
বিকেলে মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়জ উদ্দিন হামিদের সভাপতিত্বে এ জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আবারও শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে। তাহলে মধ্যম আয়ের দেশ উন্নত দেশে পরিণত হবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের নয়, গোটা বিশ্বের নন্দিত নেতা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আইনি জটিলতা নিরসন করে বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এর জন্য পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সাথে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আশা করি, শিগগির তাদের ফিরিয়ে এনে তাদের শাস্তি নিশ্চিত করা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের এমপি আব্দুল হাই, ঝিনাইদহ-২ আসনের এমপি তাহজীব আলম সিদ্দিকী সমি, ঝিনাইদহ-৩ আসনের এমপি নবি নেওয়াজ, ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজম আনার, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, খুলনা রেঞ্জ ডিআইজি দিদার আহম্মেদ, সাবেক সংসদ সদস্য পারভীন তালুকদার মায়া ঝিনাইদহ জেলা প্রশাসক মো. জাকির হোসেন এবং পুলিশ সুপার মিজানুর রহমান ও মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া, মাগুরা ও চুয়াডাঙ্গার পুলিশ সুপার। এ ছাড়াও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আসাদুজ্জামান খান কামাল এর আগে মহেশপুরে একটি ফায়ার সার্ভিস স্টেশন নতুন ভবন ও কোটচাঁদপুর উপজেলায় নবনির্মিত সহকারী পুলিশ সুপারের কার্যালয় নতুন ভবন উদ্বোধন করেন। এছাড়া তিনি খালিশপুরে সদ্য প্রতিষ্ঠিত বিজিবির ৫৮ ব্যাটালিয়নের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
কোর্টচাঁদপুরে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
