চুয়াডাঙ্গা গড়াইটুপির গরু ব্যবসায়ী কাঠু’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
আন্দুলবাড়িয়া প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের গড়াইটুপি দাসপাড়ার গরু ব্যবসায়ী মনিরুদ্দিন মনি ওরফে কাঠু’র বিরুদ্ধে বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৭ লাখ টাকার গরু নিয়ে গাঢাকা দেয়ার অভিযোগ উঠেছে। গত একমাস ধরে তিনি পাওনাদারদের অর্থ আত্মসাৎ করার কু-উদ্দোশে বাড়ি ছেড়ে আত্মগোপন করায় অসহায় হতদরিদ্র কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, গড়াইটুপি দাসপাড়ার মনিরুদ্দিন ম-ল মনি ওরফে কাঠু গরু ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত। গত এক মাস আগে জীবননগরের আন্দুলবাড়িয়ার পাঁকা গ্রামের মৃত আফসার আলীর ছেলে ভিক্ষুক মাহাতাব আলীর নিকট ৫০ হাজার টাকা মূল্যের একটি গরু, মনছের মোল্লার ছেলে বল্লার ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের দুটি গরু, বাজদিয়া গ্রামের খোশাল ম-লের ৭০ হাজার টাকা মূল্যের একটি গরু, সুজন হোসেনের ৪০ হাজার টাকা মূল্যের একটি গরু, ভ্যানচালক বিলাত আলীর ১ লাখ টাকা মূল্যের দুটি গরু, সিরাজুল ইসলামের ৯০ হাজার টাকা মূল্যের একটি গরু ও মোমিন ম-লের ৪২ হাজার টাকা মূল্যের একটি গরুসহ বিভিন্ন গ্রামের আরও অনেকের গরু দরদাম করে ক্রয় করেন। এলাকায় বিশ্বস্তার সূত্রে প্রতারক মনিরুদ্দিন মনি ওরফে কাঠু পরদিন গরু মালিকদের টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে গরু নিয়ে আত্মগোপন করেন। গরু ব্যবসায়ী মনিরুদ্দিন মনি আত্মগোপন করায় টাকা হাতিয়ে পাওনাদার অসহায় ভিক্ষুক ও হতদরিদ্র কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। ভিক্ষুক মাহাতাব আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি গরীব মানুষ। মেয়ে বিয়ে দেয়ার মত আমার আর্থিক সমর্থ নেই। বাড়িতে গরু মোটাতাজা করে একমাত্র মেয়ে রতœা খাতুনের বিয়ে দেয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। প্রতারক আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিলো।