তোপধ্বনীর পটকায় আঙ্গুল উড়ে গেছে মুক্তিযোদ্ধা নিজামের

জীবননগর ব্যুরো: বিজয় দিবসের সূচনা লগ্নে ৩১ বার তোপধ্বনীর পটকা ফোটাতে গিয়ে পটকার বিস্ফোরণে হাতের একটি আঙ্গুল উড়ে গেছে জীবননগর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নিজাম উদ্দিনের। তাকে আহত অবস্থায় প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার রাত দ্বিপ্রহরে এ দুর্ঘটনা ঘটে। মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবছরই দিবসের শুরুতে তোপধ্বনীর ব্যবস্থা থাকে। রাত দ্বিপ্রহরে ৩১ বার পটকা ফোটানোর মাধ্যমে এ তোপধ্বনী দেয়া হয়। জীবননগর মুক্তিযোদ্ধা সংসদ এ তোপধ্বনী দিয়ে থাকে। গত শুক্রবার রাত ১২টা ১ মিনিটের সময় তোপধ্বনী দেয়াকালে জীবননগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা নিজামউদ্দিনও নিজ হাতে পটকা ফুটিয়ে তোপধ্বনী দিয়েছেন। এসময় একটি পটকা তার হাতের মধ্যেই বিস্ফোরিত হলে তার একটি উড়ে যায়।