জীবননগর ব্যুরো: মহান বিজয় দিবস উপলক্ষে জীবননগর পৌর শহরকে জাতীয় পতাকায় আচ্ছাদিত করা হয়েছে। পৌরসভার উদ্যোগে শহরের ৪টি প্রধান সড়ককে জাতীয় পতাকায় সুশোভিত করায় পুরো শহর এক অন্যরকম সাজে সজ্জিত হয়েছে। মেয়র জাহাঙ্গীর আলম রেকর্ড সংখ্যক এ পতাকা উত্তোলনের কাজ সম্পন্ন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। মহান বিজয় দিবস উপলক্ষে ২০১৫ সাল হতে জীবননগর পৌরসভা শহরের প্রধান ৪টি সড়কে জাতীয় পতাকা উত্তোলনের কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার উড়ানো হয়েছে সহ¯্রাধিক জাতীয় পতাকা। পুরো শহর জুড়ে জাতীয় পতাকা উড়াতে এ অন্যরকম শহরে পরিণত হয়েছে জীবননগর। এক সাথে এতো অধিক সংখ্যক জাতীয় পতাকা উড়ার নয়নাভিরাম এ দৃশ্য পথচারীদেরকে মুগ্ধ করেছে। মেয়র জাহাঙ্গীর আলম জানালেন মহান বিজয় ও স্বাধীনতা দিবসে পৌর শহরকে ধারাবাহিকভাবে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করা হবে।