স্টাফ রিপোর্টার: আজ মহান বিজয় দিবস। চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ব্যাপক কর্মসূচি পালন করা হচ্ছে। চুয়াডাঙ্গাতেও গতকাল শুক্রবার থেকে মহান বিজয় দিবসের কর্মসূচি পালন শুরু হয়েছে। গতকালের আয়োজনের মূল আকষর্ণ ছিলো ম্যারাথন দৌড়, শিশুদের মধ্যে সঙ্গীত, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতাসহ ইসলামী ফাউন্ডেশনের অয়োজনে আলোচনা, সাংস্কৃতিক ও দোয়া।
মহান বিজয় দিবসে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে সকাল ৬টায় একুশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হচ্ছে। সোয়া ৬টায় জাতায় পতাকা ও রঙিন পাতাকা দিয়ে পৌর এলাকার সড়ক ও সড়ক দ্বীপসমূহ। সকাল সাড়ে ৬টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অপর্ণ। সূর্যোদয়ের সাথে সাথে সঠিক মাপ ও রং-এর জাতীয় পতাকা সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনে উত্তোলন। সকাল ৮টায় জেলা প্রশাসক কর্তৃক পুরাতন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনসহ কুঁচকওয়াজ পরিদর্শন। সকাল ১১টায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা চুয়াডাঙ্গা শিল্পকলায় একাডেমি মুক্তমঞ্চে। দুপুর ১২টায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মেয়েদের জন্য এবং ১টায় ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ে ছেলেদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক চলচিত্র প্রদর্শণী। হাসপাতাল, কারাগার, শিশু পরিবার ও দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে উন্নতমানের খাবার পরিবেশন। সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় জাতির শান্তি ও অগ্রগতি কামানায় বিশেষ মোনাজাত/প্রার্থনা। বিকেল আড়াইটায় সাংবাদিকদের জন্য রশি টানা প্রতিযোগিতা। বিকেল ৩টায় পুরাতন স্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগিতায় অংশ নেবে সোনালি অতীত বনাম জেলা ক্রীড়া একাদশ, পুলিশ একাদশ বনাম পৌরসভা একাদশ, জেলা প্রশাসন একাদশ বনাম মুক্তিযোদ্ধা একাদশ। দুপুর ৩টায় মহিলাদের অলোচনা ও ক্রীড়া অনুষ্ঠান সরকার বালিকা উচ্চ বিদ্যালয়ে। সন্ধ্যা ৬টায় প্রামাণ্য চলচিত্র প্রদর্শণী জেলা শিল্পকলা একাডেমিতে। একই স্থানের মুক্তিমঞ্চে সন্ধ্যা সাড়ে ৬টায় সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সর্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা, জিম্পোসিয়াম ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও মহান বিজয়দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।