দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার রঘুনাথপুর-কাদিপুর সড়কে গাছ ফেলে ছিনতাই ঘটনার সাথে জড়িত সন্দেহে জহির উদ্দীন (২৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবলপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। গত বৃহস্পতিবার রাতে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আকরাম হোসেনের নেতৃত্বে এসআই আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। ওই ঘটনায় গত বুধবার গোবিন্দপুর গ্রামের মুন্নাফ আলীর ছেলে ওয়সিম (৩৫), একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সাইদুর ওরফে বাবু (২৫) এবং কাঙ্গালি শাহ’র ছেলে আশারাফুলকে (৩৪) আটক করা হয়। দামুড়হুদা মডেল থানার ওসি আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রঘুনাথপুর-কাদিপুর সড়কে গাছ ফেলে ছিনতাই ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উল্লেখ্য, গত সোমবার রাত পৌঁনে ৯টায় সংঘবদ্ধ দূর্বৃত্তরা উপজেলার রঘুনাথপুর-কাদিপুর সড়কে গাছ ফেলে ৪টি মোবাইলফোনসহ নগদ টাকা ছিনিয়ে।