জীবননগর কেডিকে ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তদের আগুন

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার নবগঠিত কেডিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্র্রোহী চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার টুটুলের আনারস প্রতীকের নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে খয়েরহুদা গ্রামে অবস্থিত আনারস প্রতীকের নির্বাচনী ক্যাম্পে আগুন লাগায় দুর্বৃত্তরা। গভীর রাতে নৌকা প্রতীকের প্রার্থীর ইঙ্গিতেই তার কর্মী-সমর্থকরা আগুন লাগিয়ে থাকতে পারে বলে বিদ্রোহী প্রার্থী অভিযোগ করেছেন।
আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার টুটুল অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার দিনগত রাত ১২টা পর্যন্ত খয়েরহুদা গ্রামে ৮নং ওয়ার্ডে মোল্লাপাড়ায় অবস্থিত আনারস প্রতীকের নির্বাচনী ক্যাম্পে নেতা-কর্মীদের নিয়ে তিনি অবস্থান করছিলেন। পরবর্তীতে কর্মীদের সাথে কথা বলার পর সেখান থেকে তিনি বাড়িতে চলে আসেন। এ সময় একই ওয়ার্ডে নৌকা প্রতীকের কর্মীরা মোল্লাপাড়া এলাকায় ঢুকে নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে থাকে। গভীর রাতে তার নির্বাচনী ক্যাম্পটিতে আগুন ধরিয়ে দেয়া হয়। সকালে তিনিসহ তার নেতা-কর্মীরা দেখতে পায় দুর্বৃত্তদল তার ক্যাম্পে আগুন লাগালের ক্যাম্পটির আংশিক পুড়ে গেছে। এ আগুন দেয়ার পিছনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নৌকা প্রতীকের খায়রুল বাশার শিপলুর ইঙ্গিত আছে বলে তিনি অভিযোগ করেন। এ ব্যাপারে গতকাল আনারস প্রতীকের প্রার্থী আবুল বাসার রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন।