জীবননগরে ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীদের নির্বাচনে কারচুপি করার অভিযোগ

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার তিনটি ইউপি নির্বাচনে নৌকার কর্মী সমর্থকরা নির্বাচনে সূক্ষ কারচুপির পরিকল্পনা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার কেডিকে, মনোহরপুর ও উথলী ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা রিটার্নিং অফিসার বরাবর লিখিতভাবে অভিযোগ করেছেন। তাদের অভিযোগ নৌকা প্রতীকের প্রার্থী ও লোকজন নির্বাচনে সূক্ষ কারচুপির মাধ্যমে বিজয় নিশ্চিত করতে ষড়যন্ত্র করছেন।
অভিযোগে জানা গেছে, জীবননগর উপজেলার কেডিকে, মনোহরপুর ও উথলী ইউনিয়নে নির্বাচন আগামী ২৮ ডিসেম্বর। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা তাদের নিজ নিজ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে সরব প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার পর নির্বাচনী মাঠে হঠাৎ করেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেডিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার টুটুল, আলমগীর হোসেন, মনোহরপুর ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রাজা মিয়া ও উথলী ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবজালুর রহমান ধীরু নৌকা মার্কার প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা সাধারণ ভোটারদের ওপর চড়াও হচ্ছে বলে লিখিত অভিযোগ করেছেন। জীবননগর উপজেলার রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগে তারা বলেন, নৌকা প্রতীকের প্রার্থী ও তাদের লোকজন সাধারণ ভোটারদের হুমকি ধামকি দিয়ে ভোট কেন্দ্র দখলের মাধ্যমে নির্বাচনে জয়লাভ করবে বলে প্রচারণা চালাচ্ছে। একই সাথে তারা সাধারণ ভোটারদের বলছেন, তোমরা ভোট না দিলেও আমার ব্যালট বাক্স ভর্তি থাকবে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য স্বতন্ত্র প্রার্থীরা গতকাল রিটার্নিং অফিসারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।